নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার অসচ্ছল ও দরিদ্র পরিবারের মানুষদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা. এম.এ. মান্নান।
বুধবার (৪ জুন ২০২৫) সকাল ১০টায় নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে আয়োজিত এ মানবিক কার্যক্রমে শতাধিক অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চেয়েছেন তিনি, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মুখেও হাসি ফোটে।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সিপন রানা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলি আকতার, ডা. কাউছার খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ডা. এম.এ. মান্নান বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও সহানুভূতির শিক্ষা দেয়। সামর্থ্যবানরা যদি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান, তাহলে ঈদের প্রকৃত আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ে। আমি চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কিছু করার।”
উল্লেখ্য, ডা. এম.এ. মান্নান কেবল চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ নন। বিগত কয়েক বছর ধরেই তিনি নিজস্ব অর্থায়নে সামাজিক কল্যাণে অসংখ্য কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বৃত্তি প্রদান, করোনা মহামারিকালে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট প্রচার, রান্না করা খাবার ও শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইফতার ও ঈদ উপহার বিতরণ, বাংলা অনুবাদসহ কুরআন শরীফ বিতরণ, মেধা যাচাই পরীক্ষা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ নানামুখী সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।
তার এসব কাজ নাগরপুরসহ পুরো টাঙ্গাইল অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সমাজ পরিবর্তনের জন্য এক একজন সচেতন নাগরিকই বড় শক্তি। যদি সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে একটি ন্যায্য ও মানবিক সমাজ গড়া সম্ভব।”
অবশেষে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন এবং নাগরপুর তথা সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।