• সারাদেশ

    নাগরপুরে ১কেজি গাঁজা ও নগদ অর্থসহ মাদক বিক্রেতা গ্রেফতার

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৫ , ৫:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ

    নাগরপুরে ১কেজি গাঁজা ও নগদ অর্থসহ মাদক বিক্রেতা গ্রেফতার
    নাগরপুরে ১কেজি গাঁজা ও নগদ অর্থসহ মাদক বিক্রেতা গ্রেফতার

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    সিপন রানা (নাগরপুর)প্রতিনিধি: নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন সারটিয়াগাজী গ্রামের আব্দুর জব্বারের ছেলে মোঃ জাফর ইকবাল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৮ শত ৫০ গ্রাম গাঁজা, এবং মাদক বিক্রির নগদ ৮৫৬০ টাকা উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২৫ হাজার ৫৬০ টাকা। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে মোঃ জাফর ইকবাল কে আদালতে পাঠানো হয়েছে।

    নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও কয়েক টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।”

    তিনি আরও জানান,মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content