প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ৬:৫৭:০১ প্রিন্ট সংস্করণ
জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি পলাশ চন্দ্র সরকার (৪৫) কে ৮ এপ্রিল মঙ্গলবার রাত ১০ টায় গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম রায়গঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাজেন্দ্র নাথ সরকার।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নাগেশ্বরী থানায় দায়েরকৃত মামলা নং ১/২/২৫-এর ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নাগেশ্বরী থানার কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা পলাশ চন্দ্র সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ৯ এপ্রিল (বুধবার) কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হবে।”