• সারাদেশ

    নাজিরপুরে ভেজাল শিশু খাদ্যে, কারাণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা

      প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৬:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

    নাজিরপুরে ভেজাল শিশু খাদ্যে, কারাণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা
    নাজিরপুরে ভেজাল শিশু খাদ্যে, কারাণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে একটি বাড়িতে বসে বিভিন্ন রং-কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার তৈরি ও বিভিন্ন অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রির অপরাধে নামবিহীন এক প্রতিষ্টানকে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্টানটির দুই মালিককে ২বছরের বিনাশ্রম কারাণ্ড এবং কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ মার্চ) সকালে শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর বাজার পাশে একটি বাড়িতে পিরোজপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা শাখা ( এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে ভেজাল শিশুখাদ্য (জুস, সফট ড্রিঙ্কস, লিচি জুস, ড্রিংকো, দই, সহ ১২ ধরনের খাদ্য পণ্য ) এবং বাজার থেকে কম দামে বেনামি বিভিন্ন পন্য ক্রয় করে নামিদামি কোম্পানি (বনফুল, প্রাণ, মধুমতি এবং কাশমিরি) মোড়কে প্যাকেজিং করার সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত চাল ২২ বস্তা, ভাইটা ক্যারোডিন, পটাশিয়াম, পটাশিয়াম মেটাফাইড, সোডিয়াম বেনজয়েট, সালফাইট মেটাফাইড সহ বিভিন্ন ক্যামিকেল, যন্ত্রপাতি সহ কারখানায় ব্যবহৃত বিভিন্ন মালামালসহ গোয়েন্দা সংস্থা অভিযানে সত্যতা পেলে উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন তাদের টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানা সিলগালা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি। নামবিহীন ওই কারখানাটি সিলগালা করে ১লক্ষ টাকা জরিমানা এবং দুই মালিক মো. মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো. রাব্বি হাওলাদার (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতা উপজেলার শ্রীরামকাঠী গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে। অভিযান পরিচালনা করার সময় নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা র্কর্মকতা মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিদপ্তর পিরোজপুর এর সহকারী পরিচালক দেবাশীষ রায়সহ জাতীয় গোয়েন্দা সংস্থা পিরোজপুর জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, এখানে এসে দেখি মানুষের জন্য স্বাস্থ্যেরহানীকর, ক্ষতিকর মালামাল তৈরি করতে দেখেছি বিভিন্ন মোড়কে। এর অপরাধে দুজনকে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সাথে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

     

     

    আরও খবর

    Sponsered content