জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ।
সোমবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ডেমরার সারুলিয়ার আমতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, “এক নারীর দায়ের করা ধর্ষণ, পর্নোগ্রাফি এবং শারীরিক নির্যাতনের মামলার ভিত্তিতে মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
জানা গেছে, ভুক্তভোগী নারী সম্প্রতি ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নোবেলের সঙ্গে তার পরিচয় এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে নোবেল শারীরিক ও মানসিক নির্যাতন চালান এবং পর্নোগ্রাফির মাধ্যমে হুমকি দেন বলে অভিযোগ করেন ওই নারী।
নোবেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। তবে এবার আইনগতভাবে বড় ধরনের ঝুঁকিতে পড়লেন তিনি।
এ বিষয়ে নোবেলের আইনজীবীদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নোবেলকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
এই ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ন্যায়বিচারের দাবি জানালেও কেউ কেউ বিষয়টি নিয়ে সঠিক তদন্ত শেষে মন্তব্য করতে আহ্বান জানিয়েছেন।
গায়ক নোবেল তার সঙ্গীত জীবনে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত হয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড তাকে একাধিকবার সংবাদ শিরোনামে এনেছে। এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেফতারের ঘটনা সেই বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।