নারী সংস্কার কমিশনের সুপারিশে থাকা কিছু বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটটি দায়ের করেন আইনজীবী রওশন আলী, তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ ইসলামি শরিয়ত, দেশের সংবিধান এবং জনগণের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। এসব সুপারিশ বাতিল ও রদ করার আবেদন জানিয়ে রিট করা হয়।
রিটে কমিশনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ের সুপারিশগুলো আইনগত বৈধতা বহির্ভূত ঘোষণা এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে সুপারিশ বাস্তবায়নে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছিল।
তবে আদালত রিটটি খারিজ করে বলেন, এই সুপারিশগুলো এখনও বাস্তবায়ন হয়নি, ফলে এটি প্রি-ম্যাচিউড (সময়ে আগেভাগে করা হয়েছে)। আদালত আরও বলেন, সরকার যদি ভবিষ্যতে এসব সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়, তখন রিটকারী চাইলে বিষয়টি আদালতে তুলতে পারবেন।
এর আগে ১৯ মে রিটের শুনানি শেষ করে আদেশের জন্য ২৬ মে দিন ধার্য করেছিলেন আদালত।