সমতল ডেস্কহ
সাংবাদিকতা পেশাকে বিশ্বাসযোগ্য ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংবাদকর্মীদের নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদ পরিবেশনে সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা রক্ষা করা একজন সংবাদকর্মীর মৌলিক দায়িত্ব।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের সভাপতি মাহমুদুল করিম। তিনি বলেন, “গণমাধ্যম যদি নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সেটি সহজেই কোনো বিশেষ গোষ্ঠীর হাতিয়ার হয়ে উঠতে পারে। এটি যেমন সাংবাদিকতার নীতির পরিপন্থী, তেমনি গণতন্ত্রের জন্যও বিপজ্জনক।”
তিনি আরও বলেন, বর্তমান যুগে তথ্যপ্রবাহের গতি অনেক বেশি, ফলে ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতা ও নৈতিকতা আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি প্রয়োজন।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আফরোজা হক বলেন, “সাংবাদিকদের অবশ্যই রাজনৈতিক, ধর্মীয় কিংবা অর্থনৈতিক প্রভাবমুক্ত থেকে সংবাদ পরিবেশন করতে হবে। সত্য ও বাস্তবতাই যেন প্রতিটি প্রতিবেদনের ভিত্তি হয়, সেটিই হতে হবে আমাদের নৈতিক অঙ্গীকার।”
তিনি আরও জানান, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যমে বস্তুনিষ্ঠতার মান বাড়ানো সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র রিপোর্টার, শিক্ষাবিদ এবং গণমাধ্যম বিশ্লেষকগণ। তারা সবাই একমত পোষণ করেন যে, একটি সচেতন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে জনগণের কাছে সত্য তুলে ধরতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।
🔖 উপসংহারে বলা হয়, পেশাদারিত্ব, নৈতিকতা ও নিরপেক্ষতার ভিত্তিতেই সাংবাদিকতা টিকে থাকবে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকা আরও সুদৃঢ় হবে।
লেখকঃ মুহম্মদ মনজুর হোসেন
প্রকাশক ও সম্পাদক দৈনিক সমতল
চেয়ারম্যান, বাংলাদেশ নিউজ সিন্ডিকেট