দক্ষিণাঞ্চল প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় ও সর্বপ্রকারের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৪ মে) পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. আবু নাহিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মো. ইমরান আহমেদ সজীব নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যহতি করা হলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম-আহব্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়েরকে আহব্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেছারাবাদ ছাত্রদলের আহ্বায়ক ইমরান আহমেদ সজীবকে বহিষ্কার করা হয়েছে। নতুন আহবায়ক হিসেবে উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম-আহব্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহব্বায়ক হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।