• সারাদেশ

    পঞ্চগড় জেলায় বহিরাগত ডাকাত দল গ্রেফতার

      প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৬:৪২:১৯ প্রিন্ট সংস্করণ

    পঞ্চগড় জেলায় বহিরাগত ডাকাত দল গ্রেফতার
    পঞ্চগড় জেলায় বহিরাগত ডাকাত দল গ্রেফতার

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    পঞ্চগড় প্রতিনিধি, মোঃ জিয়াউর রহমান জিয়া : উপস্থিত সবাইকে আজকের প্রেস ব্রিফিং-এ আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই ইতোমধ্যে অবগত হয়েছেন যে, গত ০১/০৩/২০২৫ খ্রিঃ দিবাগত রাত অর্থ্যাৎ ০২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২.০০ ঘটিকার পর হতে পঞ্চগড় জেলার জনমনে ডাকাত আতঙ্ক বিরাজ করছিল।

    গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এ জেলায় বহিরাগত একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করেছে এবং তারা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে। এরই প্রেক্ষিতে আমি নিজে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব এস.এম. শফিকুল ইসলামসহ পঞ্চগড় সদর থানা, তেঁতুলিয়া থানা এবং ডিবির একটি টিম সহ ০৪টি টিমে বিভক্ত হয়ে পঞ্চগড় হতে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত চতুর্মূখি অভিযান শুরু করি। এরই মধ্যে খবর পাই তেঁতুলিয়ার আজিজনগরে জনৈক মোঃ বেলায়েত হোসেন(৫৭) এর বাড়িতে ৭/৮ জনের ডাকাত দল প্রবেশ করে ডাকাতি সম্পন্ন করেছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সাথে কথা বলে আমাদের প্রাপ্ত তথ্যের সাথে ডাকাত চক্রটির বিবরণ মিলে যায়।

    অপারেশনঃ উল্লিখিত তথ্য প্রাপ্ত হয়ে আমরা তাৎক্ষণিক অপারেশন পরিকল্পনা গ্রহণ করি। পঞ্চগড় জেলা হতে বহিরাগমন সকল রুট বন্ধ করি। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, রণচন্ডি, বুড়াবুড়ি, ভজনপুর, সদর উপজেলাধীন জগদল, দেবনগর, বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনে চেকপোস্ট স্থাপন ও নজরদারি বৃদ্ধি করি এবং নিজে সার্বিক অপারেশন পরিচালনা করি।
    উদ্ধার ও গ্রেফতারঃ রাতের শেষের দিকে ফজরের নামাজের মুহূর্তে জনাব এস. এম. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম সর্বপ্রথম মোঃ আনোয়ার হোসেন(৪২)-কে ডাকাতি কাজে ব্যবহৃত নীল হলুদ রংয়ের একটি ট্রাকসহ ভজনপুর এলাকা হতে আটক করে।

    ডাকাত দলের সদস্যরা পঞ্চগড় এলাকার না হওয়ায় এবং তাদের পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক চালকসহ আটক হওয়ায় পঞ্চগড় হতে পলায়ন করা তাদের জন্য দূরুহ হয়ে পড়ে। এরপর তারা বিভিন্নভাবে পলায়ন করার চেষ্টা করে এবং একে একে তাদের দলনেতা ২। মোঃ আয়নাল হক(৪০), ৩। মোঃ শরিফুল ইসলাম(২৮), ৪। মোঃ হাসানুর(৪১), ৫। মোঃ তহিদুল ইসলাম (৪০)গণ জনাব এস.এম. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি টিমের নিকট আটক হলে তাদের কাছ থেকে ডাকাতিকৃত মালামাল উদ্ধার করা হয়।

    এ প্রসঙ্গে আরো উল্লেখ করতে হয় যে, এ ডাকাত দলটি একটি সংঘবদ্ধ ডাকাত দল। তারা বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে। গত ২৫/০২/২০২৫ খ্রিঃ টাঙ্গাইলে চারটি বাস ডাকাতির সাথে তারা সরাসরি জড়িত।
    কৃতজ্ঞতাঃ টাঙ্গাইল জেলা পুলিশকে কৃতজ্ঞতা প্রদান করতে হয়। এ অপারেশন চলাকালে বিভিন্ন রকম তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। যার ফলে ডাকাতদল গ্রেফতার করা সহজ হয়েছে।
    কৃতজ্ঞতা পঞ্চগড় জেলার অধিবাসীদের। পুলিশি অভিযান চলাকালে পুলিশ যেসব অঞ্চলে গমন করেছে সকল স্থানের জনগণ পুলিশকে যথাযথ সহযোগীতা করেছে যার ফলে ডাকাত দল পালাতে পারেনি।
    কৃতজ্ঞতা সাংবাদিক মহলকে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগণকে অবহিত করেছেন যার ফলে এরূপ সংঘবদ্ধ অপরাধী সর্ম্পকে জনগণ অবহিত ছিল।

    আরও খবর

    Sponsered content