• সারাদেশ

    পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি বসতঘরসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৭:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি বসতঘরসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত
    পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি বসতঘরসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    মোঃ মামুন হোসাইন : পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত আনুমানিক পৌনে ৫টার দিকে পটুয়াখালী জেলা শহরের জুবিলী স্কুল রোডের মনসা মন্দিরের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

     

    অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধিমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০), জয়ন্ত রায় (৩০) ও বিকাশ চন্দ্র দাস (৪৫)। এছাড়া, আগুনে নিকুঞ্জ ও শ্যামল আর্ট নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

     

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে সহায়তা করেন স্থানীয় জনতা, সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, জেলা ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

     

    ক্ষতিগ্রস্ত বাবুল চন্দ্র শীলের কন্যা অর্পিতা রানী শীল বলেন, “আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আগুন আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব, সেটা বুঝতে পারছি না।” স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, “মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, নাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।”

     

    পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, ‘এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও আগুনের সুত্রপাত সম্পর্কে প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ চলছে।

    আরও খবর

    Sponsered content