প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৬:৩৯:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ মামুন হোসাইন, স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬ ইং) মেয়াদের ৯ সদস্যের নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে বিদায়ী কমিটির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন এর সভােতিত্ব ও সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব করেন নবনির্বাচিত সভাপতি পৌর বিএনপি সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক শরীফ মো. সালাহ উদ্দিন, সহ-সভাপতি অ্যাড. মো. মিজানুর রহমান পিকু, দুটি সহ-সাধারন সম্পাদক পদে নির্বাচিত মো. আশিকুর রহমান তুষার ও হুমায়ুন কবির(৬), লাইব্রেরী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত মো. মুজিবুল হক বিশ্বাস রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত মো. আরিফুর রহমান রিয়াজ, দুটি সদস্য পদে নির্বাচিত মো. মহিউদ্দিন রোমান ও মারিয়াম আহমেদ।
উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সমিতি ভবনে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ টি পদেই জামায়াত পন্থীদের হারিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে ৫৪৯ জন সদস্য ভোটারের মধ্য ৩৯৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এ সময় বিদায়ী কমিটির অন্যান্য সদস্যগন ছাড়াও সিনিয়র আইনজীবীগন উপস্থিত ছিলেন। নতুন ও বিদায়ীরা পরস্পর ফুলদিয়ে বরন এবং বিদায় জানানো হয়।