Wednesday, July 30, 2025

পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Date:

উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করবে সারাদেশের বাঙালীরা । পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে ঢাকাসহ সারাদেশে কঠোর নজরদারি নিশ্চিত করছে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ, রবীন্দ্র সরোবর, মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিলসহ যেসব জায়গায় জনসমাগম হবে সেখানে র‌্যাব ও পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

আজ সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব। নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি।

এদিকে পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে। তিনি বলেন, ঢাকাকে ২১টি বিভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এনামুল হক সাগর আজ বাসসকে বলেন, ‘পহেলা বৈশাখ শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে উদযাপনে আমরা ইতোমধ্যেই দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি স্থানকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশালের মতো প্রধান শহরগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও নিরাপত্তা হুমকি নেই। তবে, আমরা সতর্ক আছি।’

বাংলাদেশ পুলিশের মুখপাত্র সাগর বলেন, পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে ইতোমধ্যেই ইউনিফর্ম এবং সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে বিশেষ করে বড় শহরগুলিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে পহেলা বৈশাখ উদযাপনের প্রধান আকর্ষণ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ রোববার ট্রাফিক ব্যবস্থাপনা এবং পহেলা বৈশাখের শোভাযাত্রাকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দুটি পৃথক নির্দেশিকা জারি করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...