• সারাদেশ

    পিরোজপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মানববন্ধন

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ৫:৫৮:৫১ প্রিন্ট সংস্করণ

    পিরোজপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মানববন্ধন
    পিরোজপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মানববন্ধন

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর: পাঁচ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ। আউটসোর্সিং বাতিল, জনবলকে রাজস্বভুক্ত, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত, শিক্ষকের সম্মানী বৃদ্ধি এবং ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদনের দাবি সম্বলিত উদ্যোগে সোমবার (২৪ মার্চ) পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ৭৫০ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার রেজা মো. মোহাসীন, ইমাম সমিতি জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিরাজ মোল্লা, মাওলানা আব্দুল মতিন, মাওলানা রফিকুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল জলিল, বেলাল হোসাইন, ওমর ফারুক ও হাসান মাহমুদুল। এ সময় বক্তারা বলেন, ৩১ বছর ধরে চলমান এ প্রকল্পটি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এটি বন্ধ হলে এর সাথে যুক্ত হাজার হাজার নারী পুরুষ বেকার হয়ে যাবে। পাশাপাশি সাধারণ মানুষ ইসলাম ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই আন্দোলনকারীদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য বর্তমান সরকার প্রতি আহবান জানান। অন্যথায় পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে এ প্রকল্পের সাথে জড়িতরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content