প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৫ , ১১:০০:৪৩ প্রিন্ট সংস্করণ
হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি: ক্ষেতমজুর গ্রামীণ শ্রমজীবী মানুষের অভাব-অনটন শোষণ-বঞ্চনা দূর হয় নাই, নারী-পুরুষ নির্বিশেষে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বাচাঁর ব্যবস্থা এবং তাদের ন্যায্য স্বার্থরক্ষা, ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার এখন পর্যন্ত আদায় হয় নাই। শনিবার (২৬ এপ্রিল) গোপালকৃষ্ণ টাউন ক্লাব সভাকক্ষে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সম্মেলনে বক্তার এসব কথা বলেছেন।
এসময় টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্ভোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার ও জেলা কমিটির সভাপতি ডাঃ তপন বসু। জেলা কমিটির সভাপতি ডাঃ তপন বসুর সভাপতিত্বে উদ্ভোধনী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, জেলা কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার, সিপিবির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার চক্রবর্তী, কাউখালী উপজেলা সিপিবি সম্পাদক কৃষ্ণ লাল গুহ, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দ্বীপক কুমার শীল প্রমুখ।
বক্তারা এসময় বলেন, ক্ষেতমজুররা সারা বছর কাজ পায় না। কাজের নিশ্চিয়তা বিধানের লক্ষ্যে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর-শ্রমজীবী মানুষের সরকারের কাছে নি¤œতম মজুরিতে যে কোন কাজ, অন্যথায় বেকার ভাতা পায় সেজন্য লড়াই সংগ্রামের বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির আন্দোলন সংগ্রাম করে আসছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আগামী চার বছরের জন্য সভাপতি পদে ডাঃ তপন বসু এবং সাধারণ সম্পাদক পদে খ.ম. মেরাজ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।