আবুল কালাম আজাদ রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারে জমি সংক্রান্ত বিষয় নিয়ে, গত ১২ জুন বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে পীরগঞ্জ থানায় জাহিদুর রহমান ডলার, আনোয়ারুল সহ ৯ জন ও অজ্ঞাত ২০/২৫ জনের নামে একটি এজাহার জমা করেন ভুক্তভোগী আব্দুর রশিদ।
ঘটনা স্থলে সরে জমিনে গিয়ে দেখা যায়, বাজারের পাশে আব্দুর রশিদ এর নির্মাণাধীন বাড়ির সাথে ২৫ শতাংশের এক খন্ড জমিতে বাড়ি কয়েকটি দোকান ও কিছু অংশ ফাঁকা পরে আছে।
ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, জাবর হাট মৌজার ১৫৩ খতিয়ানের ৫৭৫ ও ৫৭৬ দাগে ১ একর ১৩ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক আমি। সব জমি দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছি । আমার ২৫ শতাংশ জমিতে বাড়ি গাছ পালা ও দোকান ছিল। ঐ জমিতে আমি স্থাপনা তৈরী করতে গেলে, স্কুল কমিটির পক্ষ থেকে আমাকে বাধা দেওয়া হয়। তাই আমি কোর্টের সরনাপূর্ণ হই। কোর্ট আমার পক্ষে রায় দেয়। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ ২০/২৫ জন লোকজন নিয়ে জাহিদুর রহমান ডলার আমার জমি দখলের চেষ্টা করেন সেখানে বাঁধা দিতে গেলে আমার ছেলে ও স্ত্রী কে ব্যাপক মারধর করে ও আমার স্ত্রীর সৃলতাহানী করেন।এবং জমিতে থাকা গাছ পালা কেটে নেন, স্থাপনা তৈরির দশ হাজার ইট সিমেন্ট, সব লুটপাট করে নিয়ে যায়। আমি এবিষয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার জমা করেছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
অপরদিকে , ,জাহিদুর রহমান ডলার জানান,আমি জাবর হাট হাই স্কুলের অভিভাবক কমিটির সভাপতি , ওই জমি স্কুলের নামে রয়েছে।আব্দুর রশিদ জমিতে স্হাপনা তৈরী করতে আসলে আমরা বাধা দিয়েছিলাম ।পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।