দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে—ইসরায়েলের প্রথম দফার হামলার পূর্ণ প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা কোনো ধরনের শান্তি আলোচনা কিংবা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না। তেহরান আরও বলেছে, হামলা অব্যাহত থাকলে আলোচনার প্রশ্নই ওঠে না।
রোববার (১৫ জুন) বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তারা রাজি নয়।
রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, “ইরান কাতার ও ওমানকে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছে যে, তারা কেবল তখনই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় বসবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ গ্রহণ সম্পন্ন হবে।”
এর আগে ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়, ইরান যুদ্ধবিরতির উদ্দেশ্যে কাতার ও ওমানের মাধ্যমে যোগাযোগ করেছে এবং আলোচনায় আগ্রহী। তবে ওই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছে তেহরান।
প্রসঙ্গত, ইসরায়েল গত সপ্তাহে ইরানের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় টার্গেট করে ব্যাপক হামলা চালায়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও খামেনির ঘনিষ্ঠ এক উপদেষ্টা নিহত হন। এরপর থেকেই প্রতিশোধ পর্ব শুরু করে ইরান।
বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে ইরান-ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। তবে ইরান বলছে, প্রতিশোধ ছাড়া এই সংঘাতের কোনো ন্যায্য পরিসমাপ্তি নেই।