মজিবুল হক চুন্নু, তাড়াইল উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের বিবাহিত ও অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ২৪ শে মে আজ শনিবার বিকাল ৫ টা এই খেলা অনুষ্ঠিত হয় বরুহা প্রাচীনতম মাঠে।
খেলার শুরুতেই উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, সোহাগ ভূঁইয়া, শিবেন্দ্র মজুমদার, তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার তাড়াইল উপজেলা ইউনিট এর সাংবাদিক বৃন্দু গ্রামের সকল শ্রেণীর মুরুব্বিয়ান উপস্থিতিতে ফুটবল খেলা শুরু হয়।
বিবাহিতদে পক্ষে ১১ জন প্লেয়ার নিয়ে মাঠে নেতৃত্ব দেন মোঃ ইকবাল মিয়া ও অবিবাহিত পক্ষে ১১ জন প্লেয়ার নিয়ে মাঠে নেতৃত্ব দেন মোঃ কবির ভূঁইয়া বিবাহিতদের পক্ষে গোলকিপার ছিলেন মোঃ সাগর মিয়া ও অবিবাহিতদের পক্ষে গোলকিপার ছিলেন মোঃ সৈয়দ মিয়া। মাঠে ফুটবল খেলা রেফারি ছিলেন সুমন মজুমদার ও হাফেনারে পরে রেফারী ছিলেন মিটু সরকার প্রথমেই অবিবাহিতরা একটি গোল দিয়ে ফেলেন বিবাহিতদের, কিছুক্ষণ পরে বিবাহিতরা গোলটি শুধরিয়ে নিলেন।খেলোয়ার এবং দর্শক সহ খেলাটি আনন্দ সহকারে উপভোগ। কিন্তু মাঠটিতে মাটি বিভিন্ন গর্ত থাকার কারণে প্লেয়াররা শরীরের বিভিন্ন জাগায় ব্যাথা পায়, খেলা শেষে উভয় পক্ষদ্বয় মিলে বাড়িতে ফিরে যান এবং একটি কাশি জবাই করে এর মাধ্যমে পক্ষদ্বয়রা বিরানি করে আনন্দ উপভোগ করে।