Thursday, July 31, 2025

বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত-গনি মিয়া বাবুল

Date:

বিএনএসঃ

কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত। আমাদের দৈনন্দিন জীবনে বাংলা সন কিংবা বাংলা তারিখের ব্যবহার নেই বললেই চলে। স্কুল, অফিস, আদালত, ব্যাংক-বীমা, বিদেশ ভ্রমণের তারিখ নির্ধারণ ইত্যাদি কোন পর্যায়েই বাংলা তারিখ ব্যবহৃত হয় না।

পৃথিবীর বুকে একমাত্র যে দেশের মানুষ তাদের ভাষা রক্ষার জন্যে আন্দোলন করে জীবন দিয়েছে, যে দেশে প্রতি বছর বাংলা নববর্ষ পালিত হয় জমজমাট পরিবেশে, আনন্দঘন উৎসবে। সে দেশেই বাংলা সন ও বাংলা তারিখ উপেক্ষিত! এই অবস্থায় পহেলা বৈশাখের চেতনা তথা বাঙালির সংস্কৃতি আমাদের আদালতসহ দেশের সর্বত্র চালু করা প্রয়োজন। সর্বক্ষেত্রে বাংলা ভাষা ও বাংলা তারিখ ব্যবহার করা অপরিহার্য।


কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে ১৮ এপ্রিল ( শুক্রবার) বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে আয়োজিত বৈশাখী কবিতা সন্ধ্যা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ভারতের কবি দেবনিষ্ঠা জানা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি আসাদ কাজল ও সংগঠনের উপদেষ্টা শিহাব আলম রিফাত। সংগঠনের সাহিত্য সম্পাদক কবি রলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্ধশতাধিক কবি স্বরচিত বৈশাখী কবিতা পাঠ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...