বান্দরবান সংবাদদাতা, সাইফুল্লাহ ছিদ্দিকী : ৫ই মে/২৫ বান্দরবান হিলভিউ হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার এর উদ্যেগে রোয়াংছড়ি উপজেলা সদরে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।
বিদ্যালয় মাঠে হাসপাতাল চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাংফ্রা খুমী, হাসপাতালের মেডিকেল সুপার অংচাহ্লু, অবসর প্রাপ্ত রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মংহ্লা প্রু, হাসপাতালের ডাইরেক্টর আবুল বশর ছিদ্দিকী, হাসপাতালের এম ডি মো: নাজিম উদ্দিন, হাসপাতালের ডাইরেক্টর মো: খোরশেদ আলম, হিলভিউ প্রাইভেট লিমিটেড এর এমডি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ।
বিভিন্ন বিষয় ভিত্তিক চিকিৎসকগন দিনব্যাপী এই ক্যাম্পের ফ্রী চিকিৎসা সেবা প্রধান করেন এবং বিনা মূল্যে ঔষধ বিতরন করেন। এতে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। ক্যাম্প চলাকালীন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মে হ্লা মং মার্মা সহ উপজেলা পর্যায়ের বেশকয়েকজন কর্মকর্তা জনপ্রতিনিধি পেশাজীবি ও গন্যমান্য ব্যক্তিবর্গ আগতদের খোজখবর নেন। এ ধরনের কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন।।