রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন। বুধবার (২১ মে) আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে ।
খোন্দকার দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০২০ সালের ৩০ মে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন ।
এর আগে, ২০২৫ সালের মার্চ মাসে বিচারপতি খিজির হায়াতকেও সংবিধানের একই অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছিল ।
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের অপসারণের বিস্তারিত কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে তা প্রকাশ করা হয়নি।