মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২-কে অবৈধ ও জাল-জালিয়াতিপূর্ণ ঘোষণা করেছে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত। নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনাল মামলা নং ১/২০২২-এর রায়ে আদালত অ্যাডভোকেট বজলুর রহমান খান রিপনকে মানিকগঞ্জ জেলা পরিষদের বৈধ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন।
আজ (১৩ জুলাই) সন্ধ্যায় যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ আমিরুল ইসলাম এই রায় প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বলেন, ২০২২ সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রমাণ পাওয়া গেছে। ফলে নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট বজলুর রহমান খান রিপনকে প্রকৃত বিজয়ী ঘোষণা করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় দৈনিক সমতল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুহম্মদ মনজুর হোসেন অ্যাডভোকেট বজলুর রহমান খান রিপনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সত্য ও আইনের জয় হয়েছে। জনগণের ভোটাধিকার রক্ষা পেয়েছে।”
এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাধারণ নাগরিকদের মধ্যে রায়কে কেন্দ্র করে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা গেছে। তারা বলেন, এ রায় জনগণের রায়ের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করেছে এবং জেলা পরিষদের নেতৃত্বে এক নতুন দিগন্তের সূচনা করবে।