ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে ফেরানো হচ্ছে টিম অফিসিয়াল হিসেবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সূত্রে জানা যায়, প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কাজের চাপ কিছুটা কমাতে ধোনিকে ফেরানোর চিন্তাভাবনা চলছে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেয় ভারত। সদ্য শেষ বিশ্বকাপের অষ্টম আসরে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে ছিটকে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জাজনক হারের পরই ভারতীয় দলে পরিবর্তনের সুর উঠে। আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলকে নতুনভাবে ঢেলে সাজাতে এখন থেকেই পরিকল্পনা করছে বিসিসিআই।
শুধু তাই নয়, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। বিশ্বকাপ ট্রফি নিশ্চিত করতে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
বিসিসিআইয়ের একটি সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, কোচ রাহুল দ্রাবিড়ের ওপর থেকে কাজের চাপ কমাতে মহেন্দ্র সিং ধোনিকে ‘ক্রিকেট ডিরেক্টর’ হিসেবে নিয়োগ দিতে পারে বিসিসিআই।