• Uncategorized

    ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ !

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য
    ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, নিজেদেরই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ঢাকা যদি নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করা চলবে না।

    গত শনিবার (২২ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের অন্তর্র্বতী সরকার যদি প্রতিদিন উঠে সব কিছুর জন্য ভারতকে দোষারোপ করে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। একদিকে যদি বলা হয় ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, আর অন্যদিকে প্রতিদিন দোষারোপ করা হয়—এটি ঠিক নয়। এ বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।

    মাসকটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহেরও কম সময় পর জয়শঙ্কর এ মন্তব্য করলেন।
    তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো আমাদের চিন্তার বিষয়। এটি এমন একটি ইস্যু যা আমরা বারবার তুলে ধরছি। পাশাপাশি তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে, কিন্তু দিনশেষে আমরা প্রতিবেশী দেশ।

    ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে চায়। আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, ১৯৭১ সাল থেকে আমাদের একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান।
    সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    আরও খবর

    Sponsered content