ভারতের হঠাৎ আরোপিত আমদানি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দরে বিপাকে পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারকরা। ভারতীয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু পণ্য স্থলপথে গ্রহণ বন্ধ করে দেওয়ায় রপ্তানি করা পণ্য সীমান্তেই আটকে গেছে।
শনিবার (তারিখ উল্লেখ করুন) ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, বাংলাদেশের তৈরি পোশাক, সুতা, প্রক্রিয়াজাত ফলের জুস, প্লাস্টিক পণ্য, কনফেকশনারি ও কিছু কাঠের আসবাব ইত্যাদি পণ্য শুধু নাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর হয়ে ভারত প্রবেশ করতে পারবে। অন্য কোনো স্থলবন্দর দিয়ে এসব পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশের এসব পণ্যের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর ডিজিএফটি (DGFT) জানায়, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ফল প্রক্রিয়াজাত খাবার, তুলা, রঞ্জক, প্লাস্টিক ও পিভিসি পণ্যসহ আরও বেশ কিছু শিল্পজাত পণ্য।
তবে এই নিষেধাজ্ঞা শুধু ভারতের অভ্যন্তরীণ বাজারের জন্য প্রযোজ্য—বাংলাদেশ থেকে ভারতে হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।
এর আগে ভারত বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল—তা গত মাসে হঠাৎ বন্ধ করে দেয়, যা আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে প্রভাব ফেলেছে।
ব্যবসায়ী মহল বলছে, এমন একতরফা সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে পারে। দ্রুত কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা