ভারতের উত্তরাখণ্ড রাজ্যে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশির উদ্দেশ্যে যাত্রাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলটসহ ছয়জন তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায়, যেখানে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে পড়ে যায়।
দুর্ঘটনার সময় আকাশে ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়া ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাত্র ১০ মিনিটের সংক্ষিপ্ত যাত্রাপথে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশনের মালিকানাধীন ছিল এবং এতে থাকা তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে একজন শিশু ছিল।
উত্তরাখণ্ডের বেসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA) জানিয়েছে, রবিবার ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি কেদারনাথ ধাম থেকে উড্ডয়ন করে গুপ্তকাশির পথে রওনা দেয় এবং গৌরীকুণ্ডের কাছে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, হেলিকপ্টারের লেজের অংশটি ভেঙে গেছে এবং তার ব্লেডগুলো এখনও ঘুরছিল। যদিও এসব ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
কেদারনাথ-গুপ্তকাশি রুটে তীর্থযাত্রীদের মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে যাতায়াত একটি প্রচলিত পদ্ধতি। তবে দুর্ঘটনাটি এই রুটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।