• সারাদেশ

    মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে ৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৫ , ৭:২৫:২৯ প্রিন্ট সংস্করণ

    মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে ৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার
    মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে ৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    জাহিদ খান,জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২০ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের বালারহাট গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৪৪) কে তার নিজ বসতবাড়ি থেকে ৭২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, কচাকাটা থানা পুলিশ তাদের মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

    তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে সকলের সম্মিলিত সহযোগিতা।”

    কুড়িগ্রাম জেলা পুলিশের এই সাহসী অভিযানে এলাকার সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

    আরও খবর

    Sponsered content