এম আলম রাসেল চৌধুরী,মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, পূর্ব মায়ানী গ্রামে একটি খালের পাশে নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ মে ২০২৫, ভোর ৫টার দিকে।
স্থানীয় মোঃ মোস্তফা নামাজ শেষে বাড়ি ফেরার পথে খালের পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশুর কান্নার শব্দ শুনতে পান। উৎসুক হয়ে এগিয়ে গেলে তিনি দেখতে পান একটি নবজাতক শিশু খালের পাশে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি শিশুটিকে উদ্ধার করেন।
পরে একই গ্রামের বাসিন্দা মজিবুল হক শিশুটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রাথমিক সেবা দেন। সকাল ১০টার দিকে শিশুটিকে মিরসরাই উপজেলার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসীর সম্মতিক্রমে শিশুটির অস্থায়ী তত্ত্বাবধানের দায়িত্ব নেন স্থানীয় খোরশেদ আলম। ঘটনার খবর পেয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি মিরসরাই সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লীনা এবং মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানকে ঘটনাস্থলে পাঠাতে নির্দেশ দেন।
পরে ইউএনও সোমাইয়া আক্তার স্বয়ং খোরশেদ আলমের বাড়িতে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, যেহেতু শিশুটির কোনো অভিভাবক নেই, তাই তার অভিভাবক হিসেবে রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করবে।
ইউএনও সোমাইয়া আক্তার জানিয়েছেন, শিশুটির অভিভাবকত্ব নির্ধারণ এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য উপজেলা কর্মকর্তাদের নিয়ে একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত জানা যায়নি, শিশুটি কার এবং কীভাবে ওই স্থানে এল। যদি বিষয়টির সঠিক অনুসন্ধান করা যায়, তাহলে হয়তো শিশুটি তার প্রকৃত পরিচয় ফিরে পেতে পারে।