মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় বেসরকারি টেলিভিশন এনটিভিতে কর্মরত এক সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে।এনটিভির শ্রীনগর প্রতিনিধি মো:আসাদুজ্জামান ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।রাত বেশি হয়ে যাওয়ায় তিনি তার চাচাতো ভাই রাকিবকে (২০) মোটরসাইকেল নিয়ে ছনবাড়ি এলাকায় আসতে বলেন।রাকিব মোটরসাইকেল নিয়ে ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ এক যুবক তার বাইকের গতিরোধ করে এবং ছনবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোরপূর্বক বাইকে উঠতে চায়।রাকিব রাজি না হলে তাকে ভয়ভীতি ও গালিগালাজ করে তারা বাইকে উঠে পড়ে।পরে ছিনতাইকারী লিখন মোল্লা (২৫) বাইকে করে তাকে জিম্মি করে ছনবাড়ি এলাকায় নিয়ে যায়। ছনবাড়িতে অবস্থান করা আরেক ছিনতাইকারী মো:মনির হোসেন (২৭)ছনবাড়ি পৌঁছালেই বাইকের চাবি ছিনিয়ে নিয়ে বলে, চলে যা,বাঁচতে চাইলে।
রাকিব দ্রুত সাংবাদিক আসাদুজ্জামানকে ফোন করে বিষয়টি জানায়।সাংবাদিক আসাদুজ্জামান শ্রীনগর থানাকে অবহিত করেন এবং দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হন। এ সময় ছিনতাইকারীরা রাকিবকে ছনবাড়ি ফ্লাইওভারের শেষ প্রান্তে নিয়ে গিয়ে বাইক সরিয়ে ফেলার চেষ্টা করে।তবে পুলিশ ও সাংবাদিক আসাদুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।এ সময় শ্রীনগর থানা পুলিশের টহল টিম ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়।তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: নাজমুল হুদা খান জানান,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।উদ্ধারকৃত মোটরসাইকেলটি মালিকের কাছে বুঝিয়ে দেয়া হবে।