মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য। তিনি দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এই গুলির ঘটনা ঘটে। পরে বিএসএফ নিহতের মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। বর্তমানে তার লাশ ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে।
দত্তগ্রাম এলাকার ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতেন। সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তাকে গুলি করে। এরপর তার মরদেহ নিয়ে যায়। রাতেই বিষয়টি জানার পর আমরা কিছুই করতে পারিনি।
বর্তমানে প্রদীপের পরিবারের সদস্যরা কুলাউড়া থানায় রয়েছেন। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে বলে জানিয়েছেন ইউপি সদস্য। বিজিবি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে এবং নিহত যুবককে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ পরবর্তীতে মরদেহ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে।”