• সারাদেশ

    যৌন হয়রানি সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

      প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৫:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares
    যৌন হয়রানি সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
    যৌন হয়রানি সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    ফরহাদ রহমান, টেকনাফ : কক্সবাজার টেকনাফের কচুবনিয়া এমপি বদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে  বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগের সত্যতা মিলেছে।
    ঘটনার সত্যতা পাওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি  ওই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

    শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, আলী আকবর সাজ্জাদ প্রায়ই চতুর্থ শ্রেণির তিন ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এতে ছাত্রীরা লজ্জাবোধ করে কান্নায় ও মানসিকভাবে ভেঙে পড়ে। একাধিকবার এ যৌন হয়রানির পুনরাবৃত্তি ঘটনা প্রধান শিক্ষক।

    গত ২৫ নভেম্বর ‘টেকনাফে স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের  এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর ‘টেকনাফে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত শুরু হয়’। কক্সবাজার জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাজ্জাদকে আহ্বায়ক করে এক সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সরেজমিনে গিয়ে গোপন ও প্রকাশ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিযোগকারী তিন ছাত্রী ও অভিভাবকের সাক্ষ্য গ্রহণ করা হয়।

    কক্সবাজার জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাজ্জাদ বলেন,ভুক্তভোগী তিন ছাত্রী ও তাদের অভিভাবকদের লিখিত বক্তব্য পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই করে ওই তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) কাছে গত ডিসেম্বর মাসে পৌঁছে দেওয়া হয়েছে।

     

     

    0Shares

    আরও খবর

    Sponsered content