• সারাদেশ

    রানীশংকৈল কুলিক নদীতে ডুবে শিশুর মৃত্যু

      প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৬:০৩:১৭ প্রিন্ট সংস্করণ

    রানীশংকৈল কুলিক নদীতে ডুবে শিশুর মৃত্যু

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    আবুল কালাম আজাদ, রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ নদীর ব্রিজের কাজ দেখতে গিয়ে রহমতুল্লাহ নামে শিশু নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭. ৪৫ মিনিটে রানীশংকৈল উপজেলার রাউতনগর মধ্য পাড়া গ্রামের কুলিক নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত রহমতুল্লাহ ওই গ্রামের আঃ মালেক এর ছেলে।

    খবর পেয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ তাদের সোর্স নিয়ে দ্রুতভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন।

    স্থানীয়রা জানায়, শিশু রহমতুল্লাহ দুপুরে স্কুল থেকে বাসায় এসে কুলিক নদীতে ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকায় দেখতে যায়। এ সময় কুলিক নদীর পানিতে পা রাখাতে গিয়ে গর্তে পড়ে যায়। একই গ্রামের সিয়াম নামে এক শিশু বলেন , আমি তাকে এখানে দেখেছিলাম। সেই অনুমান করে পানিতে খোঁজাখুঁজি করা হয়। খুঁজে না পেয়ে তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদীতে নেমে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

    রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরসেদুল হক বলেন, শিশুটির মরদেহ নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content