প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ১০:২৩:৩২ প্রিন্ট সংস্করণ
সাইফুল ইসলাম, রামগড়।
“তোমার আমার বাংলাদেশে” ভোট দিব মিলেমিশে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ (রবিবার) সকাল ১০টার সময় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়, পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন,,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, মৎস্য অফিসার মনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান, প্রমুখ।
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নতুন ভোটার সৃষ্টি করে জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনসম্পৃক্ততার মাধ্যমে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, সুশীল ব্যাক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।