রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও শরণার্থী শিবিরে মানবিক সহায়তা প্রদানের জন্য কাতারের সমর্থন ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বুধবার (২৩ এপ্রিল) বাস্তুচ্যুত জনসংখ্যার সামাজিক এবং পরিবেশগত প্রতিবন্ধকতা সম্পর্কিত এক আলোচনায় কাতারকে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
গোল টেবিল বৈঠকে, আসন্ন সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ কর্তৃক অনুষ্ঠিত হতে যাওয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সম্মেলনে কাতার থেকে রাজনৈতিক অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে বলে জানিয়েছে ঢাকা।
বাংলাদেশে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা নিয়ে বলা হয়, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করে এবং রোহিঙ্গাদের হতাশ করে তোলে। ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডের বৃদ্ধি এবং অবৈধ অভিবাসনের প্রচেষ্টা তাদের মধ্যে হতাশার স্পষ্ট লক্ষণ। সমস্যাটি আরও চলতে থাকলে, এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে এবং উন্নয়ন উদ্যোগকে হুমকির মুখে ফেলতে পারে।
আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত পরিস্থিতির প্রেক্ষিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে দৃঢ় সংহতি প্রকাশের পাশাপাশি তহবিল সংগ্রহের জন্য ওআইসিভুক্ত দেশগুলোকে আহ্বান জাননোর অনুরোধও জানানো হয়েছে।
এছাড়া, কাতার চ্যারিটি বাংলাদেশের কক্সবাজার এবং ভাসান চরের শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদান করার পাশাপাশি রোহিঙ্গা পরিবারগুলোর জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।