Thursday, July 31, 2025

ঈদকে সামনে রেখে লক্কর-ঝক্কর বাস মেরামতের হিড়িক।

Date:

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ঈদে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রীচাপ বাড়বে, তাই সড়কপথে পুরানো বাস মেরামত করে নতুন করার হিড়িক পড়েছে বরিশালে। মহাসড়কে লক্কড়-ঝক্কড় বাস চলাচলের অভিযোগ তুলে পরিবহণ ব্যবসায়ীরা সড়ক নিরাপত্তা নিয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করছেন। ঈদকে সামনে রেখে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে লক্কর-ঝক্কর পুরানো বাসগুলো নতুন করে সাজানোর কাজ চলছে। কেউ রং করছেন, কেউ মেরামত করছেন, এ যেন পুরানোকে নতুন করে গড়ার মহাউৎসব। আগামী ২৬ রমজান পর্যন্ত এ কাজ শেষ করার তাগিদে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।
এ বছর ঈদে দেশের দক্ষিণাঞ্চলের নদীপথের তুলনায় সড়কপথে যাত্রীদের ভিড় বেশি থাকার সম্ভাবনা থাকায় বাস মালিকরা পুরানো বাসগুলো মেরামত করে সড়কে নামানোর চেষ্টা করছেন। তবে এই পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাস মালিক সমিতির নেতারা। তাদের দাবি, ঈদে সড়কপথে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় ফিটনেসবিহীন বাস নামানোর কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. মোশারেফ হোসেন জানান, পদ্মাসেতু চালু হওয়ার পর ঢাকা থেকে বরিশালে এখন মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টায় পৌঁছানো যায়। এ কারণে সড়কে যাত্রীচাপ বাড়ায় বেড়েছে বাসের সংখ্যা। ঈদে এই চাপ কয়েকগুণ বাড়ে। কিন্তু সড়কে অধিকাংশ পুরানো, ফিটনেসবিহীন বাস চলাচল করছে। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ তার। এছাড়া, সড়কে থ্রি হুইলার চলাচল এবং রাতে ডাকাতির ভয় নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহন মালিকরা। তবে, বরিশালের নগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য তৎপর রয়েছে এবং র‌্যাব-৮-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানিয়েছেন, হাইওয়েতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে কেউ অপরাধে লিপ্ত হতে না পারে।
এদিকে, নদীপথে যাত্রীচাপ কমেছে। সরকারি নৌযান বিআইডব্লিউটিসির সার্ভিস না থাকায় এবং বেসরকারি লঞ্চ মালিকরাও যাত্রীচাপ কম থাকার কথা জানিয়েছেন।
পরিবহন ব্যবসায়ীরা জানান, ঈদকে ঘিরে বরিশালে অন্তত ২৫ থেকে ৩০ লাখ মানুষ যাতায়াত করেন। নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছেন তারা।
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এবং রূপাতলী টার্মিনাল থেকে প্রতিদিন হাজার হাজার বাস বিভিন্ন গন্তব্যে চলাচল করে।
সাব্বির আলম বাবু
বিশেষ প্রতিনিধি
০১৭১৬২৯৪৪১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...