মো. ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের লামা উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের ১ লাখ ৫৫ হাজার চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে লামা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া এলাকায় মেসার্স সাইমুম নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান জানান,”আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে এবং পাতা মাটিতে পচে গিয়ে মাটির পিএইচ কমিয়ে দেয়, যা ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর।”
তিনি আরও বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ও কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নার্সারি মালিকদের ‘নার্সারি গাইডলাইন ২০০৮’ অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন,”সারাদেশে কৃষি বিভাগ আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসে অভিযান শুরু করেছে। পরিবেশ ও মাটির ক্ষতি রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ধ্বংস করা গাছের জন্য ৪ টাকা করে প্রণোদনা দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, পরিবেশবান্ধব দেশি গাছ রোপণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে নারিকেল, আম, কাঁঠাল, নিম, তালসহ বিভিন্ন গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।