রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি,: নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে সাহেব মিয়া (৩৫) নামের ওই যুবককে কুপিয়ে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা।
আহত সাহেব মিয়া লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক একটার দিকে সাহেব মিয়া নিরিবিলি পিকনিক স্পটের সামনে গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে এবং পায়ে গুরুতর আঘাত করে।
সাহেব মিয়ার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে