প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৫ , ৮:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ
রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা এলাকায় পৌরসভার রাস্তার ওপর নির্মিত ইটের হেজিং তুলে ফেলে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ওসমান শেখের বিরুদ্ধে। তিনি মূলত লোহাগড়া উপজেলার শালনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪-৫ বছর আগে লোহাগড়া পৌরসভা নিজ উদ্যোগে ওই রাস্তা নির্মাণ করে। রাস্তার সংরক্ষণের জন্য নির্মাণ করা হয় ইটের হেজিং। সম্প্রতি ওসমান শেখ সৈয়দ আবুল বাসারের কাছ থেকে জমি ক্রয় করে ভবন নির্মাণের উদ্যোগ নেন। ভবন নির্মাণের জন্য তিনি পৌরসভার রাস্তার হেজিং ভেঙে ফেলেন, যা নিয়ে ৪-৫ মাস আগে থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে সৈয়দ আবুল বাসার পৌরসভায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে লোহাগড়া পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করে ওসমান শেখকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তখনই পৌরসভা থেকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরে ওসমান শেখ সেনাবাহিনীর নিকট অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্প কর্তৃপক্ষ লোহাগড়া পৌরসভার বিএনপির সভাপতি মিলু শরীফকে বিষয়টি তদন্ত ও সমাধানের দায়িত্ব দেন। মিলু শরীফ সরেজমিন তদন্ত করে জানান, ওসমান শেখ রাস্তার ওপরেই বিল্ডিং নির্মাণের চেষ্টা করছেন।
এরপরও সোমবার (২৮ এপ্রিল) পৌরসভাকে না জানিয়ে ওসমান শেখ আবারও লোকবল নিয়ে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন। এ সময় সৈয়দ আবুল বাসার ও তার স্ত্রীকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার ওপর বিল্ডিং নির্মাণ জনসাধারণের চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি করবে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং রাস্তা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।