রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি, নড়াইলের লোহাগড়া উপজেলার আলোচিত টোকন মীর (৬০) হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আঃ রাজ্জাক মীর (৬১) গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৬ মে) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া রাজ্জাক মীর লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত বিলায়েত মীরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই গৌতম ও এসআই আলীর নেতৃত্বে একটি দল মাদারীপুরে অভিযান চালিয়ে রাজ্জাক মীরকে আটক করে।
প্রসঙ্গত, গত ৭ মে সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে করফা গ্রামে টোকন মীরের ওপর হামলা চালানো হয়। এ সময় রাজ্জাক মীরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টোকনের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ৮ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি শাহাদারা খান বলেন, “খুব অল্প সময়ের মধ্যে এই মামলার একজন প্রধান আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
টোকন মীর হত্যা মামলায় গ্রেফতারের মধ্য দিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে।