ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি এলাকায় র্যাব-১৫ এর চাঞ্চল্যকর অভিযানে গ্রেফতার হয়েছে ২১টি মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ শফি ওরফে ‘শফি ডাকাত’। দীর্ঘ এক মাসের নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রাত ১১টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে শফি ডাকাত ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফিকে আটক করেন। এসময় শফির সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে, র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি চালায়।
পরবর্তীতে শফির স্বীকারোক্তিতে তার আস্তানা থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্ট গানের খালি কার্তুজ, ৩টি গ্রেনেড এবং ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)।
গ্রেফতারকৃত শফি ডাকাত (২৮) নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-ব্লকের বাসিন্দা। তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র ও ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা রয়েছে। র্যাব জানায়, শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ভয়ঙ্কর অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল এবং স্থানীয়দের জিম্মি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
র্যাব-১৫ এই চ্যালেঞ্জিং অভিযানে পেশাদারিত্ব, কৌশল ও সাহসিকতার পরিচয় দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ সর্বদা সচেষ্ট বলে উল্লেখ করা হয়। গ্রেফতারকৃত শফি ডাকাতকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।