মজিবুল হক চুন্নু, তাড়াইল উপজেলা প্রতিনিধি:
আজ শনিবার ১৯-৭-২০২৫ ইং তারিখে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা শহীদ তরিকুল ইসলাম রুবেলের শাহাদাত বার্ষিকী পালিত হয়। আজকের এই দিনে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারএর বলি হয় ।তাড়াইলে উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের মোঃ ফরিদ উদ্দিন মিয়ার ছেলে বীর শহীদ তরিকুল ইসলাম রুবেল।
আজকের এই দিনে গত জুলাই আন্দোলনের তাড়াইলের একমাত্র শহীদ তরিকুল ইসলাম রুবেল মৃত্যুদিবসে তার স্মরণে দোয়া, মাহফিলের পাশাপাশি তার সমাধি স্হলে শ্রদ্ধ্যা নিবেদন করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম , সহ বিএনপি , বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
এছাড়াও তাড়াইল – করিমগঞ্জ সার্কেলে অফিসার সুবীর কুমার সাহার নেতৃত্বে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির আহমেদ সহ বিভিন্ন শ্রেনী – পেশার সূধীজন শহীদ তরিকুলের বাবা বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল প্রতি সমবেদনা জানান।
এছাড়াও,স্হানীয় সাংবাদিক রবীন্দ্র সরকার সহ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে অতিথিবৃন্দ শহীদ তরিকুলের গ্রামের বাড়ীতে গিয়ে মা সহ স্বজনদের খোজ – খবর নেন।