জেলা প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড় জেলা ও উপজেলা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন করেছেন। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে সমবেত হয় জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে সর্বস্তরের নেতা কর্মী অসমর্থকগণ।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ রূপকার। কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয় আলোচনা সভা ও দোয়ার মাহফিল, বক্তারা বলেন ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে গণতন্ত্র সরকার দেখতে চাই। এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। গণতন্ত্র সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
নেতাকর্মীরা দেশরত্ন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন, ও পরিবারের সকলের জন্য দোয়া করেন।