মোসাদ্দেক হোসেন জুয়েল ।।
শাহরাস্তি প্রেসক্লাবের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভূমি পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মহসীন উদ্দিন। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে তিনি প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী কমপ্লেক্সে উপস্থিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো গড়ে তোলা জরুরি।” তিনি প্রেসক্লাবের আধুনিকায়ন ও সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসককে স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর হেলালসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম (বার) এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সদস্য হাসানুজ্জামান, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, জসিম উদ্দিন, আবু মুসা আল সিহাব, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা প্রমুখ।
এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক প্রেসক্লাবের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।