Thursday, July 31, 2025

শিশুর প্রতি সহিংষতা প্রতিরোধে মানববন্ধন

Date:

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর:
শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তিমৃত্যুদÐ কার্যকর করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক পিরোজপুর। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক।শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, আজ সারাদেশে শিশুদের নিয়ে অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত। সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কন্যা শিশুদের ভোগ্যপণ্য বিবেচনায় নিয়ে একদল নরপিশাচ ধর্ষন ও হত্যার মতো অপকর্মে লিপ্ত হয়েছে। তাদের ধারণা সমাজে ন্যায়বিচার নেই। তাই দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এর মাত্রা উল্লেখ যোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে,কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই এর ভয়াবহতার শিকার হচ্ছেন সকলবয়সীনারী সহ কন্যাশিশুরা। নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আজ আতংকগ্রস্থ। নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ, আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি না পাওয়া, বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতা প্রভৃতি কারণে সামাজিক জীবনে নিরাপত্তাহীনতার পাশাপাশি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্তরায়। নারীর প্রতি এ ধরনের আচরণ দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা জরুরি। নারী ও শিশু নিপীড়নকারীদের আদালতে আইনি সহায়তা না দেওয়া, আইনের ফাঁক-ফোকর গলিয়ে অপরাধীরা যেন বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে রাষ্ট্রপক্ষসহ সবাইকে সজাগ থাকার আহŸান জানিয়ে শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনার দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান বক্তারা। সনাক সদস্য খালিদ আবু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সহ সভাপতি খায়রুন্নাহার রুবি, সনাক সদস্য অ্যাডভোকেট শহিদুল্লাহ কান, অধ্যাপক শাহ আলম সেখ, মো. ফিরোজ খান, মহিউদ্দিন আকন, সাংবাদিক জুবায়ের আল মামুন, ব্রাকের রিজিওনাল ম্যানেজার (জি জে ডি) উর্মী ভাদুরী সহ ইয়েস সদস্য পুজা সরকার, আফরোজা তুলি, প্রসেনজিৎ সহ সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...