Wednesday, July 30, 2025

শেখ হাসিনার লন্ডনে বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিদের সম্পত্তি জব্দ

Date:

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লন্ডনে অবস্থিত প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে, যেগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের সাবেক প্রভাবশালী কিছু ব্যক্তির ঘনিষ্ঠদের বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন দুটি বিলাসবহুল আবাসন।

সরকারি নথি অনুসারে, এনসিএ বর্তমানে ৯টি সম্পত্তির ওপর নিয়ন্ত্রণমূলক আদেশ পেয়েছে। এ আদেশ অনুযায়ী, মালিকরা সেগুলো বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। এসব সম্পদের মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট, যেটি ২০১০ সালে প্রায় ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল, এবং উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের বাড়িটি, যা ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। ফিন্যান্সিয়াল টাইমস-এর তথ্যমতে, গ্রেশাম গার্ডেনসের বাড়িটিতে এক সময় শেখ হাসিনার বোন শেখ রেহানা বসবাস করতেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর একজন শীর্ষ কর্মকর্তা, ডানকান হেমস, যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বিলম্ব না করে সব সন্দেহভাজন সম্পদ যাচাই ও জব্দ নিশ্চিত করে।

এনসিএ’র একজন মুখপাত্র বলেছেন, “বর্তমানে একটি সিভিল ইনভেস্টিগেশনের অংশ হিসেবে একাধিক সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

অন্যদিকে, আহমেদ শায়ানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি এবং তার পরিবার কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন। তারা যুক্তরাজ্যের যেকোনো তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। তার আইনজীবীরা যুক্তরাজ্যের সরকারকে মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...