সাইফুল ইসলাম, রামগড় : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৫০ বছর।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম- ঢাকা মহাসড়কের আকবরশাহ রাস্তার মাথা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
জানা গেছে , তিনি চট্টগ্রাম শহর থেকে ডিসি পার্কে যাওয়ার পথে তাদের প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এসময় তার স্ত্রী ও সন্তান সাথে ছিল। তারাও আহত হয়েছেন বলে জানা গেছে।
মরহুম ইব্রাহিম খলিল এর মৃত্যুকে শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। খাগড়াছড়ি জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার বাদ জোহর (দুপুর ২টা) রামগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা’র নামাজ অনুষ্ঠিত হবে বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।