ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে নিজেই মেয়রের চেয়ারে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার ‘ঢাকাবাসী’ ব্যানারে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ ও নতুন কর্মসূচি ঘোষণার সময় এ বক্তব্য দেন তিনি।
ইশরাক বলেন, “সরকার যদি অবিলম্বে আমার শপথ গ্রহণের ব্যবস্থা না করে, তাহলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়েই আমি নিজ উদ্যোগে শপথ নেব।”
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আন্দোলনে আপাত বিরতি ঘোষণাও দেন তিনি। তবে স্পষ্টভাবে জানিয়ে দেন, ঈদের পর দাবি আদায় না হলে আন্দোলন আবারও শুরু হবে।
তিনি বলেন, “কে মেয়রের চেয়ারে বসবে, তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের জনগণ। নগর ভবনে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না।”
উল্লেখ্য, শপথ আয়োজনের দাবিতে গত ১৫ মে বিক্ষোভকারীরা নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন।
ইশরাকের এই ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর রাজনীতিতে উত্তাপ আরও বাড়ার ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়, সরকার এই দাবি নিয়ে কী পদক্ষেপ নেয়।