সংযুক্ত আরব আমিরাত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বুধবার (২১ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস এক হারে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিক আমিরাত। সেই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করলেও, বল ও ফিল্ডিং বিভাগে ব্যর্থতাই হারের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের। এবার সেই ভুল শুধরে সিরিজ নিজেদের করে নিতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দলে পরিবর্তনের সম্ভাবনা
শেষ ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস মিলেছে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমন। পেস আক্রমণে যুক্ত হতে পারেন হাসান মাহমুদ ও তরুণ নাহিদ রানা। টিম ম্যানেজমেন্ট ম্যাচের দিন সকালে চূড়ান্ত একাদশ নির্ধারণ করবে।
ফর্মে আছেন ব্যাটাররা
শেষ ম্যাচে তানজিদ হাসান তামিমের ৫৯, লিটনের ৪০ ও হৃদয়ের ঝড়ো ৪৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তবে বোলিং ও ফিল্ডিং ব্যর্থতায় সেই ম্যাচ হাতছাড়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিকভাবে বল হাতে সুবিধা করতে না পারাই বড় দুর্বলতা হয়ে উঠেছে টাইগারদের জন্য।
প্রস্তুতির মঞ্চে অস্থির টাইগাররা
আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবেই আমিরাত সিরিজটি সংযুক্ত করা হয়েছিল। কিন্তু এই প্রস্তুতি কতটা কাজে লাগছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকের ম্যাচ তাই শুধুই সিরিজ নির্ধারণী নয়, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস ফেরানোরও মঞ্চ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।