বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন যত বিলম্বিত হবে, রাজনৈতিক ও জাতীয় সংকট ততই গভীর হবে।
সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়। যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকে, তারা সবসময়ই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখতে চায়। স্বাধীন মত প্রকাশের সুযোগ সংকুচিত করে দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “আগামী দিনের ঐক্য হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীনতা রক্ষার ভিত্তিতে। দেশের মানুষ একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার চায়, যা কেবল একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সম্ভব।”
সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রের অপরিহার্য উপাদান। কিন্তু বর্তমান বাস্তবতায় সাংবাদিকরা নানাভাবে চাপে রয়েছেন, যা একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার অন্তরায়।”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “দেশের রাজনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার একমাত্র সমাধান হলো সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। সরকার যদি অবিলম্বে এই পথে না আসে, তাহলে সংকট আরও দীর্ঘায়িত হবে এবং দেশ এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে এগোবে।”