Wednesday, July 30, 2025

অবিলম্বে সকল হত্যকারী জ্বালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে-শফিকুর রহমান

Date:

আমির হোসেনঃ

পথসভায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্দোলনে অনেকে আহত হয়েছে, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত পা হারিয়েছন। আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, সেই ছাত্র জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহতাআলা তাদের সবাইকে সুস্থ ভালো রাখুক। এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময় ক্ষেপন না করে স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। পথসভায় তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং জালিমদের উপযুক্ত শাস্তির দাবি জানান। সোমবার দুপুরে ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জ্বালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার নিয়ে কোন সময়ক্ষেপন মেনে নেয়া হবেনা। আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে জামায়াত নেতাদের দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবেনা বরং আখেরাতের সম্পদ বাড়বে বলেও তিনি মন্তব্য করেন। ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী শফিকুর ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহিদ সেলিম তালুকদারের স্ত্রীর সদ্য জন্ম নেয়া শিশুকন্যাকে দেখার জন্য জামাতের আমির তার বাসা শহরের কৃষ্ণকাঠি এলাকায় যান। এ সময় তিনি বলেন, এই সন্তান জাতির সম্পদ। তিনি রমজান মাসে জন্মগ্রহণ করায় এবং তার বাবার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুটির নাম সাইমা সেলিম প্রস্তাব করেন, যা পরিবারের সদস্যরা গ্রহণ করেন। শিশুটির লালন-পালন, শিক্ষা ও ভবিষ্যতে তার বিবাহসহ যাবতীয় ব্যয়ভার দলটি বহন করবে। এসময় জামায়াত আমীর আরো বলেন, আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না। শহীদ সেলিমের পরিবারের পাশে আছি এবং থাকব।

জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সেলিম তালুকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। গত ৯ মার্চ শহিদ সেলিমের স্ত্রী সুমি আক্তার এক কন্যা সন্তানের জন্ম দেন। এই নবজাতককে দেখতেই মুলত জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান সোমবার হেলিকপ্টার যোগে ঝালকাঠি আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...