• সারাদেশ

    হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৫ , ৭:১২:২৮ প্রিন্ট সংস্করণ

    হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    জাহিদ খান,জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    অদ্য ২১ মার্চ ২০২৫ (শুক্রবার) অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল রাজা এবং সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

     

    অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

     

    বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা দলের ঐক্য ও সংহতি বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

    দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

     

    অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতায় ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।

    আরও খবর

    Sponsered content